খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সফরকারী পাকিস্তানকে ‘নাটকীয়ভাবে’ হারিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানকে ডি/এল ম্যাথডে ৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে পাকিস্তান জয় পেয়েছিল ১৩১ রানে। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। সর্বো”চ ৯০ রান করেন ওপেনার চামু চিবাবা। এ ছাড়া ম্যাচ সেরার পুরস্কার জেতা অধিনায়ক এল্টন চিগাম্বুরার ৬৭ রান দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে। পাকিস্তানের পক্ষে ৪টি উইকেট নেন পেসার ওয়াহাব রিয়াজ। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও পেসার আমের ইয়ামিনের সপ্তম উইকেটে ১১১ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে তাদের। ব্যক্তিগত ৬২ রানে আউট হন ইয়ামিন। আর মালিক অপরাজিত ছিলেন ৯৬ রান করে। ইয়ামিন আউট হওয়ার পর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্পিনার ইয়াসির শাহ। তিনি নটআউট ছিলেন ২২ বলে ৩২ রান নিয়ে। শেষমুহুর্তে জয়ের জন্য ১২ বলে ২১ রান দরকার ছিল দলটির। কিন্তু ওই মুহূর্তেই আলো স্বল্পতার জন্য ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ফলে ১০ মিনিটের অপেক্ষা শেষে ডি/এল পদ্ধতিতে ৫ রানে জয় পায় জিম্বাবুয়ে।