Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
4জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে যোগদান করে যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে গত ২৬শে সেপ্টেম্বর তিনি গ্রহণ করেন ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার, এরপর ২৭শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালকের কাছ থেকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। তার সফরের বিস্তারিত তুলে ধরতে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরবেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি কথা বলবেন বলে গণভবন সূত্র জানিয়েছে।