খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
চীনে ফুলে ফেঁপে উঠছে মানুষের অঙ্গ বিক্রির ব্যবসা। ধর্মীয় কারণে গ্রেফতার হওয়া মানুষের অসহায়ত্বের সুযোগে তাদের অঙ্গ নিয়ে ব্যবসা করছে চীন সরকার। একজন, দু’জন নয় এমন নির্মমতার শিকার হয়েছেন ১০ সহস্রাধিক বন্দি। ডেইলি মেইলের অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়েছে। যাদের শরীর থেকে এসব অঙ্গ তুলে নেওয়া হয়েছে তাদের অনেকেই এখনও বেঁচে আছেন। তবে সেদিকে বিশ্ব সম্প্রদায়ের কোনও দৃষ্টি নেই। প্রকাশিত খবরে বলা হয়, চীনে ধর্মীয় কারণে কারাবন্দি ব্যক্তিদের লিভার, কিডনি এবং চোখের কর্ণিয়া তুলে নেওয়া হয়। পরে এগুলো অন্যদের কাছে বিক্রি করে দেওয়া হয়। ক্রেতারা তখন এসব অঙ্গপ্রত্যঙ্গ অন্যদের দেহে প্রতিস্থাপন করেন। তথ্যচিত্রে দাবি করা হয়েছে, ধর্মীয় কারণে বন্দি হওয়া ব্যক্তিরা ছাড়াও নিহত ব্যক্তির শরীরের অঙ্গপ্রত্যঙ্গও অন্যের দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এসব বক্তব্যের পক্ষে জোরালো তথ্যপ্রমাণও রয়েছে। ডেইলি মেইল।