Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
11দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিও (৪৮) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে কাউনিয়া থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৩ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার বেলা পৌনে ১১টার দিকে জাপানি নাগরিককে গুলি করে হত্যা করে দুর্ব‍ৃত্তরা। পরে ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ জনকে আটক করে। এদিকে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করেছে বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে দেশের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমসহ টেলিভিশন মিডিয়ায়।
এই জাপানি নাগরিক গত ৮ মাস যাবত রংপুরে অবস্থান করছিলেন।