Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
24দেশে প্রতিবছরই বাড়ছে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা। গোয়েন্দা-সংস্থার তথ্যমতে, দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি ২১ হাজার। এদের অনেকে বিভিন্ন সময়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। বর্তমানে কারাবন্দী আছে এমন প্রায় এক হাজার জন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আইন বাস্তবায়নে দুর্বলতার কারণে বাড়ছে অবৈধ বিদেশির সংখ্যা। তবে, এদের অপরাধ কর্মকাণ্ড কমাতে নিয়মিত অভিযান চলছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিবছর পর্যটন, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে আফ্রিকা, আমেরিকা ও ইউরোপ থেকে আসছে অনেক বিদেশি। দেশে আসার পর আইনি দুর্বলতার সুযোগে ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে এদেশেই থেকে যাচ্ছেন। তাদের কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, দেশে বর্তমানে বৈধভাবে কর্মরত বিদেশির সংখ্যা প্রায় ১২ হাজার। আর গোয়েন্দা সংস্থার মতে অবৈধ বিদেশি ২১ হাজার। অভিযোগ আছে, এসব বিদেশির ব্যাপারে জোরালো কোনো নজরদারি নেই আইন শৃঙ্খলাবাহিনীর। থানাগুলোতেও নেই পর্যাপ্ত তথ্য। সিপিডি’র প্রধান নির্বাহী ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রধানত এরা আসছে অবৈধ উপায়ে। এতে জঙ্গি কর্মকাণ্ড, অপরাধ প্রবণতা এগুলো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেটির প্রেক্ষিতে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং নজরদারি আরও বাড়াতে হবে।’ তবে, পুলিশ বলছে অবৈধ বিদেশিদের ব্যাপারে তৎপর আছেন তারা। ডিএমপি’র যুগ্ম-কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বলেন, ‘কিছু কিছু বিদেশি নাগরিক কিছু নির্দিষ্ট অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। মাদক, ডলার ব্যবসা ছাড়াও নানা ধরণের প্রলোভনের হাতছানি দিয়ে তারা অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হন।’ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হিসেবে, বিভিন্ন অপরাধে দেশের কয়েকটি কারাগারে সাজা খাটছেন প্রায় ৫শ’ বিদেশি। এর বাইরে, সাজা শেষ হওয়া প্রায় হাজার খানেক বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠাতে গিয়ে জটিলতায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রায় এক হাজারের কাছাকাছি বিদেশি রয়েছে যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কারাগারে পরে আছে। রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করলেও তারা উৎসাহ দেখাচ্ছেন না এই সকল বিদেশিকে ফেরত নিয়ে যেতে। এরা যে জেল থেকে বের হয়ে দেশে যাবে সেটিও যাচ্ছে না। এরা নানা ধরণের কৌশল অবলম্বন করে এদেশে থেকে যাওয়ার চেষ্টা করছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ বিদেশি ও অপরাধীদের বিষয়ে নিয়মিত অভিযান চালানোর নির্দেশনা আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। তবে, বিদেশিদের ব্যাপারে নজরদারীর পাশাপাশি পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির উপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।