Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
25যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার ব্যাপারে সবসময় উচ্চবাচ্য করা হলেও বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনায় সাধারণত তেমন উদ্বেগ প্রকাশ করা হয় না। সম্প্রতি একটি কলেজে গুলিতে ৯ জন নিহতের পর এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার এ উদ্বেগ প্রকাশের পর সিএনএনের এক প্রতিবেদনে দেশটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতা ও সন্ত্রাসী হামলার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের নথি থেকে তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির নথিতে উল্লেখ করা হয়েছে, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতায় ৪ লাখ ৬ হাজার ৪৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গণহত্যা, দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনা রয়েছে। অপরদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের ভূমিতে সন্ত্রাসী হামলায় ৩ হাজার ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় ৩৫০ মার্কিনী নিহত হয়েছে। এ সংখ্যা যোগ করলে এ সময়ে সন্ত্রাসী হামলায় নিহত মোট মার্কিনীর সংখ্যা ৩ হাজার ৩৮০ জনে দাঁড়ায়।