Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
28সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে দুই বিদেশি নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে মন্তব্য করে এর পেছনে ‘বিএনপি-জামায়াতের হাত’ থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুটি হত্যাকাণ্ডের কারণে সরকারের সব অর্জন ধ্বংস হয়ে যাবে- এমন মনে করার কোনো কারণ নেই বলেও তিনি জনগণকে সচেতন হতে বলেছেন। রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এখানে একটা ঘটনা ঘটলে খুব সেনসেটিভ হয়ে যাই। অর্জনগুলি যেন সব শ্যাডো হয়ে গেল, অর্জনগুলি যেন সব হারিয়ে গেল। ওই একটা ঘটনায়ৃ আমরা এতো মানসিক দৈন্যতায় কেন ভুগি? “হ্যঁ, যে ঘটনা ঘটেছে সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা এ ধরনের ঘটনা ঘটাবে, এখানে অবশ্যই পরিকল্পিত কিছু তো আছেই।” প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধাপরাধী, তাদের যখন বিচার করছেন, তারাই স্বাধীনতার পর রাজত্ব করেছে পঁচাত্তরের পর ২১ বছর- এটা ভুলে যাবেন না। তারাই ক্ষমতায় ছিল। আজকে যখন তার বিচার করছি, তার কিছু রিঅ্যাকশন তো হবেই।” এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সব অর্জন একেবারে ধ্বংস হয়ে গেল এই দুই ঘটনায়, এই যদি আপনাদের চিন্তা ভাবনা হয়, তাহলে তো আমার মনে হয় যে বিএনপি-জামায়াত রাজাকারদের যে উদ্দেশ্য সেটাই সফল। “তারা এ ঘটনাগুলিৃ পেছনে নিশ্চয়ই ম“ আছে। এবং এটা করাই হচ্ছে আমাদের অর্জনটা যেন প্রশ্নবিদ্ধ হয়।” গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। আর শনিবার সকালে রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। শেখ হাসিনা বলেন, “এটা দেশবাসীকেও বুঝতে হবে। দেশের মানুষকে জানতে হবে। যে তারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটার পেছনে একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর মধ্যে তাদের একটা হাত আছে, এতে কোনো.. ই নাই।” সরকার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “দেখবেন, এই হত্যাকারীদের ধরা হবে, বিচারও করা হবে।” জাতিসংঘ সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বেতার এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।