Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
29স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সারা দেশে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলে একজনের বেশি চলাচলের বিষয়টি নিয়ন্ত্রণ করতেও বলা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জাপানি নাগরিক হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আইএসের কাজ নয়। আইএস যে ফিলোসফিতে (দর্শন) বিশ্বাসী, তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ওই দুই নাগরিককে তাদের হত্যার কথা নয়।
আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই দাবি করে মন্ত্রী বলেন, ‘দুটি হত্যাকাণ্ড একইভাবে ঘটানো হয়েছে। এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে আমাদের ধারণা হলো, এটি দেশের লোকই ঘটিয়েছে। দুটি হত্যাকাণ্ডই পরিকল্পিত।’
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘আপাতত মনে হচ্ছে, আগুন-সন্ত্রাস করে সরকার হটাতে ব্যর্থ হয়ে তারা দেশকে অস্থিতিশীল করাতে এ ঘটনা ঘটাতে পারে। যারা দেশের অগ্রগতি-উন্নতি চায় না, তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।’ তিনি বলেন, ‘দুজন শীর্ষ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের রায় প্রকাশিত হয়েছে। যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তারাও এ ঘটনা ঘটাতে পারে। সব বিষয় মাথায় রেখে গোয়েন্দা সংস্থা কাজ করছে। শিগগিরই রহস্য উদঘাটিত হবে।’
পুলিশ কয়েক দিন পর পরই আইএস-সংশ্লিষ্ট জঙ্গি ধরে। কিন্তু আপনি বলছেন, দেশে আইএসের কার্যক্রম নেই— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএস নেই। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কিছু লোক আইএসের মতাদর্শে বিশ্বাসী। বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়।’