খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
খুলনার দিঘলিয়া উপজেলার পল্লীতে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় একই পরিবারের ছেলে-মেয়ে ও মাসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে পুলিশ দিঘলিয়ার দেয়াড়া গ্রামের একটি পুকুর থেকে নিহতের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দেয়াড়া গ্রামের শাহাজান বয়াতির শিশু মেয়ে রাবেয়া খাতুন (৮) শনিবার রাতে টেলিভিশন দেখার জন্য প্রতিবেশী হোসেনের বাড়িতে যায়। সে হোসেনের ছেলে ইবাদত হোসেনের ঘরে টিভি দিখছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ সকালে ওই বাড়ির পুকুর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু রাবেয়া স্থানীয় আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। এ ঘটনায় পুলিশ ইবাদত হোসেনের স্ত্রী রাশু বেগম (৩৫), ছেলে রাসেল হোসেন (১৫), মেয়ে পিংকি (১৭) ও মা মনোয়ারা বেগমকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।
নিহত শিশুর বাবা শাহাজান বয়াতি অভিযোগ করে জানান, সম্পত্তি নিয়ে তার সঙ্গে ইবাদত হোসেন পরিবারের বিরোধ চলছিল। তারই অংশ হিসেবে তার মেয়েকে হত্যা করা হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় আটককৃত রাসেল রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।’