খোলা বাজার২৪,রবিবার,৪ অক্টোবর ২০১৫
গৃহকর্মীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে জেলগেটে জিজ্ঞাবাদের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান। বিকেল তিনটার পর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এ নির্দেশ দেন। শনিবার রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করেন পুলিশ। তবে শাহাদাত এখনও পলাতক রয়েছেন। শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রীকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়। নির্যাতিত শিশু হ্যাপি আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়। হ্যাপি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।