খোলা বাজার২৪,রবিবার,৪ অক্টোবর ২০১৫
চলছে ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় জাতীয় ক্রিকেট লিগে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। লিগের প্রথম রাউন্ডে জাতীয় দলের সব তারকাদের সঙ্গে খেলেছিলেন সাকিব আল হাসান। খুলনার হয়ে প্রায় সাড়ে তিন বছর পর মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলছেন না তিনি। খেলবেন না পরবর্তী কয়েক রাউন্ডও। সন্তান সম্ভাব্য স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে দেড় মাসের ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। ছুটি এখনো অপরারেশন্স কমিটি মঞ্জুর করেনি। তবে সাকিব আল হাসানের ছুটি শুরু হয়েছে গতকাল (শনিবার) থেকে। ছুটি মঞ্জুর হলে দ্রুতই যুক্তরাষ্ট্রের বিমানে উঠবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝিতে আলোর মুখ দেখবেন জুনিয়র সাকিব। তবে এ সময়ের মধ্যে জাতীয় দলের কোনো খেলা হলে ছুটি বাতিল করে আবারও মাঠে নামতে হবে সাকিবকে। তবে আপাতত সাকিব নিশ্চিন্তেই থাকতে পারেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় আপাতাত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তবে বিপিএল শুরুর আগে দেশে ফিরবেন তিনি। খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে।