
খোলা বাজার২৪,রবিবার,৪ অক্টোবর ২০১৫।। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ইনডাকশন কোর্স ফর নিউলি রিক্রুটেড অফিসার্স’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স ১ অক্টোবর, ২০১৫ বৃহস্পতিবার ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মোঃ মাজহারুল ইসলাম এবং ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাজ্জেল হোসেন নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে ব্যাংকের প্রতিটি কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গ্রাহকের আমানত হতে প্রাপ্ত অর্থ উপযুক্ত বিনিয়োগের মাধ্যমেই ব্যাংক ব্যবসা পরিচালনা করে থাকে। এ কারণেই প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের সততা, একনিষ্ঠতা এবং বিচক্ষণতার পরিচয় দিতে হয়। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের নবনিযুক্ত অফিসারগণ অংশগ্রহণ করেন।