Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ain.......................0খোলা বাজার২৪,রবিবার,৪ অক্টোবর ২০১৫।। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালত অবমাননার আইন প্রণয়নের উদ্যোগ শিগগিরই নেয়া হবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) কাজী শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আদালত অবমাননার একটা আইন থাকা উচিত। আইনমন্ত্রী হিসেবে বলতে চাই, সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আদালত অবমাননার আইন সংসদে পাস করার ব্যবস্থা করবো।”
তিনি বলেন, ১৯২০ সালে আদালত অবমাননার যে আইনটি করা হয়েছিল, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণের ফলে তা অনেকটাই পুরোনো হয়ে পড়েছে। তাই শিগগিরই এ সংক্রান্ত একটি আইন করা হবে।
আনিসুল হক বলেন, পেশাগত উৎকর্ষতা স্থাপনে কর্মশালা খুবই জরুরি। অভিজ্ঞতা আদান প্রদান কখনোই ব্যর্থ হয় না। আইন সাংবাদিকতা অন্য বিষয়ের সাংবাদিকতার চেয়ে একটু ভিন্নতর। অন্য ক্ষেত্রে ভুল করলে পরের দিন সংশোধনী ছাপানো যায়। কিন্তু আদালতের ক্ষেত্রে তা সম্ভব নয়। ভুল সংবাদ দিলে পরে আদালত অবমাননার অভিযোগের মুখোমুখি হতে হয়। এ জন্য আইন বিষয়ক সাংবাদিকতা সচেতন ও সতর্কভাবে করতে হয়।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন বিকাশে সংবাদ মাধ্যমের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কর্মসূচি জনগনের মাঝে সরবরাহ করে তা বাস্তবায়নে অপরিসীম দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যম।
আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের কার্যক্রম সংক্রান্ত সংবাদ জনগনের কাছে পৌঁছে দেয় আইন বিষয়ক সাংবাদিকরা। বিচার বিভাগের দায়িত্ব মর্যাদা সম্মান জনগনের কাছে বৃদ্ধিতে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকে। সঠিক তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ মাধ্যম এ ক্ষেত্রে আরো ভুমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এলআরএফ-এর সভাপতি এম বদি-উজ-জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ কিরনের সঞ্চালনায় “বিচার বিভাগীয় রিপোর্টিং” শীর্ষক এ কর্মশালায় আলোচনায় আরো অংশ নেন সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী আহসানুল করীম,সংগঠনটির সাবেক সভাপতি ফারুক কাজী, কাজী আব্দুল হান্নান, সালেহ উদ্দিন, নিউ এজ পত্রিকার বার্তা সম্পাদক শহীদুজ্জামান, ঢাকা কোর্ট রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফ উল আলম, সাংবাদিক জাহিদ হোসন প্রমূখ।
এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিমকোর্ট জাতীয় প্রতিষ্ঠান। এর ভাবমূর্তি রক্ষা ও বৃদ্ধির দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিত ও দেশের প্রতিটি অঙ্গে দূর্নীতি সংক্রান্ত বিষয়ে সোচ্চার হয়ে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে।