খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মধ্যে ৮৭৫ জন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্রে গড়মিল পাওয়ায় তাদের কাগজপত্র চেয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ রবিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএসসি ফরম-২ এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে হবে। গত ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হবে ১০ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে পরিচালক (ক্যাডার), বিসিএস পরীক্ষার দফতরে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রার্থিতা বাতিল করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংশ্লিষ্টদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে (িিিিিি.নঢ়ংপ.মড়া.নফ) দেওয়া হয়েছে। সর্বোচ্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন।