Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
51নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিসিবির শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দল না পাঠানোয় জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে ইচ্ছুক বিসিবি। আগামী বছরের ১১ জানুয়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঠিক হয়ে আছে। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দুই দলের। সেই সফরের টেস্ট সিরিজের দুটি ম্যাচ নভেম্বরে আয়োজন করতে চাচ্ছে বিসিবি। বাদবাকি ম্যাচগুলো ওই সময়ই হবে। এ নিয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন,‘‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসেনি, কিন্তু আমরা নভেম্বরে টেস্ট খেলতে চাচ্ছি। জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে। টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের মত করেই হবে।’’ পাকিস্তানের সাথে বর্তমানে ওয়ানডে খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ও আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ওয়ানডের পর আফগানদের বিপক্ষে খেলতে দুটি টি-টোয়েন্টি ম্যাচও। আফগাস্তানের বিপক্ষে তাদের খেলা শেষ হবে ২৯ অক্টোবর। এরপর দীর্ঘসময় তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।