খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাসান সুত্রে জানা যায়, আজ রবিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকাল ৫টার দিকে কেরানীহাট এলাকায় বিসিসি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাসান ১৪ জনকে আটকের সত্যতা স্বিকার করেছেন।