কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
“তথ্য চাইলে জনগন, দিতে বাধ্য প্রশাসন” এ স্লোগানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসন কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয় এবং র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, আরডিআরএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার জিয়াউল ইসলাম।
সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে আইনের বিভিন্ন ধারা ও উপধারা প্রদর্শন করা হয়।