খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্দি করা হয়েছে। আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে মতামত-সুপারিশসহ তা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতেও নির্দেশ দিয়েছে ইসি। কারণ, উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) ইস্যু করার আগে এনআইডি সংশোধন বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, খুব শিগগিরই উন্নতমানের এনআইডি বা স্মার্ট কার্ড দেওয়া হবে। যা প্র¯‘ত করতে অনেক খরচ হবে। এছাড়া স্মার্ট কার্ডে ভুল থাকলে তা নাগরিকদেরও অস্বস্তিতে ফেলবে। তাই ভুলের সংখ্যা ন্যুনতম পর্যায়ে নামিয়ে আনতে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, এনআইডি সংশোধনের জন্য এ সময় ঢাকায় আসারও প্রয়োজন নেই। ইতোমধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। যাতে স্থানীয় পর্যায়ে ভুল সংশোধনের আবেদন নেওয়া হয়। একই সঙ্গে দ্র’ত সেসব আবেদন নির্বাচন কমিশনের পাঠানোর কথাও বলা হয়েছে। ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, সংশোধনের প্রক্রিয়াটি চললাম। এটি সারা বছর ধরেই চলবে। তবে স্মার্ট কার্ডের ভুল ন্যুনতম পর্যায়ে নামিয়ে আনতে নাগরিকদের এ সুযোগ দেওয়া হচ্ছে। তাই যারা নির্ধারিত এই সময়ের মধ্যে আবেদন করবেন তাদের আবেদন গুর’ত্ব সহকারে নিয়ে সমাধান দেওয়া হবে। যাদের আবেদন সংশোধনযোগ্য, তা বিচার বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতেই করে দেওয়া হবে। আর যদি সংশোধন যোগ্য না হয় তবে তাও তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে। বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে ৪৭ লাখ ভোটারের কাছে এনআইডি নেই। এদের জন্য সাময়িক এনআইডি কার্ডের ব্যবস্থা করেছে ইসি। এতে প্রায় এক কোটি এনআইডিতে কোনো না কোনো ভুল রয়েছে। গত আগস্ট মাসে এনআইডি সংশোধনের জন্য এক দফা সুযোগ দেওয়া হয়। বিনা মূল্যে সংশোধন ও ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সুযোগ শেষে গত ১ সেপ্টেম্বর থেকে ফি কার্যকর করে কমিশন।