খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তার পাশের একটি ভবনে ধাক্কা খেয়ে উল্টে দ্ইু সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। রোববার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ হোসেন জানান। তিনি বলেন, সেনাবাহিনীর একটি জিপ ঢাকা থেকে রামুতে যাওয়ার পথে খুটাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কমিউনিটি সেন্টারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সৈনিক শফিকুর রহমান ও মো. নাঈম নিহত হন বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান। গাড়ির অন্য তিন আরোহী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের দুলাহাজরা ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।