খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
ফেনীর সোনাগাজীতে যুবলীগকর্মী আজিজুল করিম লিটন (২৭) হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন পুলিশের হাতে আটক ভাবি সুরমা আক্তার (৪৫) ও তার মেয়ে হামিদা খাতুন (২০)। ফেনীর আমলি আদালত-৩ এর বিচারক দেলোয়ার হোসেনের কাছে রবিবার বিকালে তারা জবানবন্দী দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই রমজান আলী জানান, সোনাগাজীর যুবলীগকর্মী আজিজুল হক লিটন হত্যা মামলায় আটক মা-মেয়েকে আদালতে হাজির করা হলে তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। তবে মামলার তদন্তের স্বার্থে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, ২ অক্টোবর শুক্রবার সোনাগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের যুবলীগকর্মী আজিজুল করিম লিটনকে অপহরণ করে দুর্বৃত্তরা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মা ছায়েরা খাতুন বাদী হয়ে নিহতের চাচা নুরুল আফছার, মো. তারেক, জামশেদ আলম, জিয়াউল হক, নুরুজ্জামান চুট্টু ও সুরমা বেগমের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে পুলিশ নিহতের চাচা নুরুল আফছারের ছোট ভাইয়ের ঘর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নুরুল আফছারের স্ত্রী সুরমা আক্তার ও তার মেয়ে হামিদা খাতুনকে আটক করে।