Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
3ফিলিস্তিনের পশ্চিমতীরে গত রবিবার বিক্ষোভকালে ইসরায়েলী পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কিশোর নিহতসহ অন্তত ২০০ ফিলিস্তিনী আহত হয়েছে। খবর আলজাজিরার।
জেরুজালেমের ওল্ড সিটিতে ফিলিস্তিনীদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণায় এ সংঘর্ষ ঘটে। ইসরায়েলের এ পদক্ষেপকে ‘বর্ণবাদী ও অবৈধ’ বলে উল্লেখ করেছে হামাস।
ফিলিস্তিনী রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রবিবারের সংঘর্ষে ফিলিস্তিনীদের ওপর জ্বলন্ত গোলাবারুদ ও রাবার বুলেট ব্যবহার করেছে ইসরায়েলী পুলিশ।
তুলকারম তল্লাশিচৌকির কাছে ইসরায়েলী পুলিশের আঘাতে মারাত্মক আহত হয় হুথাইফা সুলাইমান (১৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই ফিলিস্তিনী কিশোর।
এদিকে রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫০ জনই বুলেটের আঘাতপ্রাপ্ত। ২০০ জনেরও বেশি লোক কাঁদানে গ্যাসের শিকার হয়ে চিকিৎসা নিয়েছে।
অধিকৃত পশ্চিমতীরের জেনিন ও পূর্ব জেরুজালেম সংলগ্ন ইসায়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার রাত ও রবিবার সকালে আলাদা ঘটনায় ফিলিস্তিনীদের ছুরিকাঘাতে দুই ইসরায়েলী নিহত এবং ছয়জন আহত হয়। এ ঘটনার পর জেরুজালেমের ওল্ড সিটিতে ফিলিস্তিনীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল।
ইসরায়েলী পুলিশ জানায়, পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে শুধু স্থানীয় ফিলিস্তিনীরা প্রবেশ করতে পারবে। স্থানীয় ব্যবসায়ী ও স্কুলে পড়তে আসা শিক্ষার্থীরাও প্রবেশ করতে পারবে।
এ ছাড়া ইসরায়েলের নাগরিক ও পর্যটকরা যথারীতি যাতায়াত করতে পারবেন।