Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
8ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা বাড়িতে বেশি টাকা পাঠানোয় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বরে দেশের রেমিট্যান্স ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা। গত আগস্ট মাসে এর পরিমাণ ছিল ১১৯ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, গত ১-৪ সেপ্টেম্বর রেমিট্যান্স আসে ১৬ কোটি চার লাখ ৮০ হাজার টাকা, ৫-১১ সেপ্টেম্বর আসে ৩৪ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, ১২-১৮ সেপ্টেম্বর আসে ৪০ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা, ১৯-২৫ সেপ্টেম্বর আসে ৩১ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা এবং ২৬-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স আসে ১২ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকা। সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা, ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৯১ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৪ লাখ টাকা। এর আগে চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৩ কোটি আট লাখ ৬০ হাজার টাকা। আগের বছর এই তিন মাসে রেমিটেন্স আসে ৪০১ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা।