খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এ্যাওয়ার্ড’ এবং ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড’ পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদান করবে। খবর- বাসস। এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রধানমন্ত্রীকে এ দুটি পুরস্কারে ভূষিত করে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদের সাউথ প্লাজায় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।