Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
17৩৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের এক পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ফাওজিয়া রেখা বানু নামে প্রিমিয়ার ব্যাংকের এক পরিচালক ব্যাংকটির ৩৩ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজারদরে ক্রয় করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি। সোমবার দিনের শুরুতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দর ছিল ৮.৮০ টাকা। বেলা সোয়া ১১ টায় কোম্পানির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৮.৯০ টাকা। প্রিমিয়ার ব্যাংকের ৬২০ কোটি ৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের ৪৮.৩৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ১৪.৮৬ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ও ৩৬.৭৮ শতাংশ শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে। ২০০৭ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।