Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
19বাংলাদেশে কতজন বিদেশি নাগরিক বসবাস করছে তার সঠিক তথ্য সরকারের জানা নেই। দাফতরিকভাবে ১ লাখ ৬০ হাজার বিদেশি নাগরিক বাংলাদেশে রয়েছে বলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সমীক্ষায় দেখা যায়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর হিসেব অনুযায়ী দেশে গবেষণা, ভ্রমণ ও কাজ করার জন্য প্রায় ৪ লাখ বিদেশি নাগরিক বাস করছে। এখনো সরকারের কোন সংস্থার কাছে প্রকৃত ডাটাবেজ নেই যে বাংলাদেশে ঠিক কতজন বিদেশি নাগরিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে প্রকৃত কতজন বিদেশি নাগরিক রয়েছে তার তথ্য সংগ্রহ ও হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাংলাদেশে কতজন বিদেশি নাগরিক রয়েছে তা সংগ্রহের কাজ করার জন্য পুলিশ কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দেশের প্রতিটি স্থানে বিদেশি নাগরিকের তথ্য সংগ্রহ করতে প্রতিটি জেলার পুলিশ কর্মকর্তাকে নিদের্শনা দেওয়া হয়েছে। বাংলাদেশে নিয়োজিত বিদেশি কর্মী ও গবেষণার জন্য যারা কাজ করছেন তাদের যথাযথ নিরাপত্তা দেওয়ারও নিদের্শ দেওয়া হয়েছে বলেও কামাল জানান। রাজধানীর কূটনৈতিকপাড়া গুলশানে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে দেশের জেলা পুলিশদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের উ”চপর্যায়ের এক কর্মকর্তা জানান, অনেক বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হলেও তারা এখনো বাংলাদেশে অবস্থান করছেন। বর্তমানে তারা মাদক ব্যবসা ও মানবপাচারের মতো বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন এমন অভিযোগও রয়েছে। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে। তারা অনৈতিক কাজের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। তাদের গ্রেফতারও করা হচ্ছে। এখনো বিদেশিদের অপকর্ম রোধ করতে অভিযান চলছে বলে বলে তিনি জানান। চোজার তাবেলা ও কুনিও হোসি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান ডিবির এই শীর্ষ কর্মকর্তা।