Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
24দেশে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি আশা করছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের আটক করতে সক্ষম হবে এবং তাঁদের যথাযথ বিচার হবে। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। পিয়েরে মায়াদুন বলেন, ‘এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করবে এবং বিচারের মুখোমুখি করবে এই বিশ্বাস ইউরোপীয় ইউনিয়নের আছে।’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পিয়েরে মায়াদুন উল্লেখ করেন, চলতি বছরের শুরুতে সহিংসতার কথা, নববর্ষ উদযাপনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হেনস্তার ঘটনা, রাজন হত্যার ঘটনা, ছয় মাসের মধ্যে চার ব্লগারকে হত্যার ঘটনা। তিনি বলেন, ‘আর এখন রহস্যময় হত্যার শিকার হলেন ইতালির নাগরিক চেসারে তাভেলা ও জাপানের নাগরিক হোশি কুনিও।