খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
প্রস্তাবিত মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫ এর অধ্যাদেশ জারি করেছে মন্ত্রী সভা। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী সভার বৈঠকে এ আইনের অধ্যাদেশ জারি করা হয়। দুপুরে বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রী সভা। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ এবং আইসিটি বিষয়ক পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব দিয়েছে মন্ত্রীসভা।