Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
33ভারতের উত্তর প্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক মুসলিমকে পিটিয়ে মারার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। কাটজু বলেছেন, রাজধানী দিল্লির কাছেই এমন ঘটনা মেনে নেওয়া যায় না। একইসঙ্গে তার বক্তব্য পুরো ঘটনাই কাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “গরু হল একটি পশু। পশু কারও মা হতে পারে না। যদি আমি গরুর মাংস খেতে পছন্দ করি তাহলে তাতে অসুবিধার কি রয়েছে? সারা বিশ্বের মানুষ গরুর মাংস খায়।” এখানেই না থেমে কাটজু জানিয়েছেন, যদি কেউ গরুর মাংস খেতে ভালোবাসেন তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। রবিবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন কাটজু। বিশ্বের সব প্রান্তেই মানুষ গরুর মাংস খায়। যারা আমাদের দেশে তা খায় না তারা কি সাধু-সন্ত?, প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কাটজু। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি নিজে গরুর মাংস খান ও এরপরও খেয়ে যাবেন। প্রসঙ্গত, দাদরিতে গরুর মাংস খাওয়ার অভিযোগে ইকলাক নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে বের করে পিটিয়ে মারা হয়। গোটা ঘটনার পিছনে গুজবই কাজ করেছিল। কারণ স্থানীয় মন্দির থেকে ঘোষণা করা হয়, ইকলাক ও তার পরিবার গরুর মাংস খেয়েছে।