Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
36বিশ্বে সবচেয়ে উঁচু স্থানে ভূকেন্দ্র স্থাপন করেছে ভারত। লাদাখে সমুদ্র পৃষ্ট থেকে ১৭ হাজার ছয়শ’ ফুট উ”চতায় ভূকেন্দ্রটি স্থাপন করেছে ভারতের ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। লাদাখের পাংগোয়া হ্রদের কাছে চাংলাতে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির উদ্বোধন করেন ডিআরডিও প্রধান ড. এস চিরিস্টোফের। অতি উ”চতার হিমশীতল মরুতে মোতায়েন করা ভারতীয় সেনাদের চিকিৎসা ও স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত গবেষণা করা হবে এ কেন্দ্রে। খাদ্য, কৃষি এবং চিকিৎসা বিষয়ক গবেষণা চালানো হবে এখানে। এ ছাড়া, ডিআরডিও’র ভূকেন্দ্রটি প্রাকৃতিক হিমাগার হিসেবেও ব্যবহৃত হবে। বিরল এবং বিপদাপন্ন ভেষজ গাছ-গাছালি এখানে ভবিষ্যৎ বংশধরদের জন্য সংরক্ষণ করা হবে। রেডিও তেহরান