খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
পরজীবীর আক্রমণজনিত সংক্রমণের চিকিৎসা আবিষ্কার করে এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- আইরিশ বংশোদ্ভূত উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সোতোশি ওমুরা ও চীনের ইউইউ তু। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সুইডেনের ক্যারলিনস্কি ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসা বিজ্ঞানে এ বছরের নোবেল পুরস্কারজয়ী তিনজনের নাম ঘোষণা করে। নোবেল অ্যাসেম্বলির জুরিরা জানায়, কেঁচোকৃমি জাতীয় পরজীবীর আক্রমণজনিত সংক্রমণের চিকিৎসা আবিষ্কার করায় উইলিয়াম ক্যাম্পবেল ও সোতোশি ওমুরা এবং ম্যালেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করায় ইউইউ তুকে এ বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানী এ বছরের পুরস্কারের ৮০ লাখ সুইডিস ক্রোনার (৯ লাখ ৫০ হাজার ডলার) নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। এদের মধ্যে ক্যাম্পবেল ও ওমুরা পাবেন পুরস্কারের অর্ধেক। আর বাকি অর্ধেক পাবেন ইউইউ