খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বিশ্বসভায় বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে।’ সোমবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কার পাওয়ায় নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। এ সময় বাবা-মা, ভাইদের হারিয়ে বাংলার মানুষের মাঝে বাবা-মায়ের স্নেহ, ভাইয়ের ভালোবাসা পেয়েছেন বলে উল্লেখ করে তার সব অর্জন, সব পুরস্কার বাংলার মানুষকে উৎসর্গ করে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নসাধ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যাবো। এজন্য যেকোনো ত্যাগ করতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি। পরিবেশ বিষয়ক উন্নয়নের স্বীকৃতি ধরে রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরো বলেন, পরিবেশ রক্ষায় যা কিছু দরকার আওয়ামী লীগ সরকার তাই করে যাবে। দরকার হলে নিজস্ব অর্থ ব্যয় করে আমরা পরিবেশের উন্নয়ন করব। কিন্তু ভিক্ষা করে নয়। ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কার পাওয়ায় বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শেখ হাসিনা এবং এই পুরস্কার জনগণকেই উৎসর্গ করেন তিনি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ নাগরিক সংবর্ধনা দিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন।