খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
চট্টগ্রামে গ্রেনেড, অস্ত্র, গুলিসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে জেএমবির সামরিক শাখার প্রধানও রয়েছেন বলে পুলিশের দাবি। কর্ণফুলী থানার ফরহাদাবাদ এলাকায় সোমবার বিকালে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানান চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার। তিনি বলেন, তাদের কাছ থেকে নয়টি হ্যান্ডগ্রেনেড, ১২০ রাউন্ড গুলি, একটি পিস্তল, ১০টি ছুরি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনটির সামরিক শাখার প্রধান রয়েছেন জানালেও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। “ওই এলাকায় এখনও অভিযান চলছে,” সন্ধ্যায় বলেন উপ-কমিশনার বাবুল।