সোমবার, ৫ অক্টোবর ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ জিহাদী লিফলেট ও বইসহ জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাওয়ার হাউস রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন, জামায়াত কর্মী মাওলানা মির (৩৫), শিবির কর্মী রাসেল (২৭), সামিরাত (২৫), সোহেল (২৪), মাঈনুদ্দীন (২৪)। পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা পাওয়ার হাউস রোডের একটি মেসে গোপনে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ওই মেসে অভিযান চালিয়ে ১০ কর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় মেস থেকে বিপুল পরিমাণ জিহাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।