খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে। মুঠোফোনের মাধ্যমে এ আবেদন করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে নতুন করে চালু হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে এ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি।
ভর্তি কমিটির সভাপতি ও স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহার কার্যালয়ে আজ সোমবার বিকেলে ভর্তি কমিটি সংবাদ সম্মেলন করে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে। সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা ও সদস্য সচিব মুশতাক আহমদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তাঁরা বলেন, এবারে ভর্তি পরীক্ষা ইউনিট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং ‘বি’ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
‘এ’ ইউনিটে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৬.৫ এবং ‘বি’ ইউনিটে ভর্তির জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে।
মুঠোফোনে আবেদন করতে টেলিটক মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SUST<space>First 3 letter of HSC board<space> HSC Roll<space> HSC Passing Year<space> First 3 letter of SSC board<space> SSC Roll<space> SSC Passing Year<space>Unit Name লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। সদ্য অনুমোদন পাওয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ নতুন ভর্তিসহ বিভিন্ন বিভাগে স্নাতক প্রথম বর্ষে ৫১টি আসন বাড়ানো হয়েছে। এর আগে সোমবার সকালে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ের অনুমোদন দেওয়া হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu এ পাওয়া যাবে।