পাইকগাছা, খুলনা ॥ খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
খুলনার পাইকগাছায় মাদক মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কপিলমুনি প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজু ওরফে ঘোড়া জেলে।
পাইকগাছা থানার ওসি তদন্ত আলমগীর কবীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ্জাক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে। থানা পুলিম সূত্রে প্রকাশ, রাজবাড়ি থানার একটি মাদক মামলায় তাকে আটক করা হয়েছে। থানার পাশের একটি চায়ের দোকান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাদক মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। আটক রাজ্জাক উপজেলার কাশিমনগর গ্রামের মো. রবিউল গাজির ছেলে। রাজ্জাক সরকার দলীয় প্রভাবশালী নেতা ও সাংবাদিক হিসেবে এলাকায় তার প্রভাব বিস্তার করে চলায় পুলিশ তাকে গ্রেপ্তার করছিলনা। অবশেষে থানার এস আই মোমিনুর রহমান রোববার বিকেলে পৌরসদরের আল-মদিনা মার্কেটের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০১১ সালের দিকে গ্রামের বাড়ি উপজেলার কাশিমনগর থেকে ঢাকা যাওয়ার পথিমধ্যে রাজবাড়ি থানা পুলিশ তার দেহ ও ব্যাগ তল্লাশি করে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার পূর্বক জেল হাজতে পাঠায়। মামলা নং-১১৬/১১। পরে জামিনে বেরিয়ে পরে আদালতে হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু রাজ্জাক প্রভাবশালী হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করছিল না।