বাগেরহাট ॥ খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
বাগেরহাট জেলায় বিভিন্ন এনজিও, মংলা ইপিজেড ও পশুর নদীতে ক্যাপিট্যাল ড্রেজিং কাজে কর্মরত ৬৭ বিদেশি নাগরিকের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকায় ইটালি ও রংপুরে জাপানি নাগরিক অজ্ঞাত দূর্বৃত্তদের হাতে নিহত হবার প্রেক্ষাপটে বাগেরহাট পুলিশ এসব বিদেশীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানা গেছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, বর্তমানে বাগেরহাট জেলায় ৬৭জন বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। এদের মধ্যে চীনের ৪৩ জন, বিট্রিশ ১৫, ভারতীয় ৬, পাকিস্তান ২ ও ১ জাপানি নাগরিক রয়েছেন। এসব বিদেশি নাগরিকের মধ্যে চিতলমারী উপজেলার বিভিন্ন এনজিওতে কর্মরত রয়েছেন ১০ বিট্রিশ নাগরিক। মংলায় বিভিন্ন এনজিও, ইপিজেড ও মংলা পশুর নদীতে চায়না হারবারের ড্রেজিং কাজে কর্মরত রয়েছেন বিট্রিশ, চীন, পাকিস্তানী ও জাপানি নাগরিক মিলে মোট ৫৬ জন নাগরিক।
বাগেরহাট সদরের রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী অখিলেশানন্দজি মহারাজও ভারতীয় নাগরিক। বাগেরহাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছে। এসব এলাকায় গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে। শনিবার খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির নির্দেশের পর বিদেশি এসব নাগরিকদের নিরাপত্তায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র দাবি করেছে।