Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বাগেরহাট : বাগেরহাটে দুই ভুয়া র‌্যাব সদস্যকে স্থানীয় arrestজনতা আটক করে পুলিশ দিয়েছে। আটককৃতরা হলো বাগেরহাটের মংলার সাকিংডাঙ্গা এলাকার মনি রঞ্জন মালো (৪০) ও খুলনা বটিয়াঘাটা এলাকার লিটন সরকার (৩২)।
পুলিশ জানায়, শনিবার রাতে বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংড়া গ্রামের জনৈক এক কবিরাজের বাড়িতে থেকে ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে ওই দুই জন বিভিন্ন লোককে ভয়-ভীতি দিয়ে আসছিল। এদের আচরণে লোকজনের সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা এই দুই প্রতারককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশে সোপর্দ করে।