খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, বাঘা, রাজশাহী
রাজশাহীর বাঘায় ঘরবাড়ি ভেঙে দিয়ে জমির দখল নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রোববার উপজেলার চন্ডিপুর এলাকায় ্এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর গ্রামের করিম মিঞার দুই ছেলে বাক্কার হোসেন ও কিনাল আলী এক বছর আগে পৈতৃৃক সূত্রে অংশীদার দাবি করেন। তাঁরা বাজুবাঘা ইউনিয়ন পরিষদের উত্তর-পশ্চিমের একটি জমিতে ঘর নির্মাণ করে বসবাস করছিল। অন্যদিকে তাদের চাচা শামসুল হক ওরফে শুকুর মিঞার ছেলে রিপনসহ নিকট আতœীয়রা ক্রয় সূত্রে মালিকানা দাবি করে নির্মানাধীন ওই ঘর ভেঙে দিয়ে জমির দখল নিয়েছে।
রিপন জানায়, ২০ পয়েন্ট ২০ শতাংশ জমির মধ্যে তার চাচা করিম মিঞা পয়েন্ট ২০ শতাংশ জমি তার পিতার কাছে বিক্রি করে। তবে জমি রেজিষ্ট্রি দলিলে আরএস দাগ নং ভুল থাকার কারণে আদালতে সংশোধনী মামলা চলৎ রয়েছে। এ নিয়ে গ্রামে কয়েক বার শালিসও হয়েছে। কিনাল আলী জানায়, তাদের,পৈর্তৃক জমির অংশ বুঝে না দেওয়ায় ওই জমিতে ঘর নির্মাণ করেছে।
স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জান্নাত জানান, রাতের অন্ধাকারে ঘরবাড়ি নির্মাণ করে করিম মিঞার দুই ছেলে বাক্কার হোসেন ও কিনাল আলী। এ নিয়ে পরিষদে এবং থানায় শালিসও হয়েছে। বিক্রি দলিল মূলে মাত্র পয়েন্ট ২০ শতাংশ জমি সেখানে অবশিষ্ট আছে। এর বিনিময়ে ঘরবাড়ি ভেঙে নেয়ার খরচ হিসাব করে দেড় লক্ষ টাকা করিমের দুই ছেলে বাক্কার হোসেন ও কিনাল আলীকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রিপন টাকা জমা দিলেও তারা তা মানেনি।
বাঘা থানার এসআই নূরল ইসলাম জানান, ঘরবাড়ি ভেঙে দেওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জমিজমা বিষয়ে সিদ্ধান্ত দিবেন আদালত।