Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, নগরকান্দা, ফরিদপুর
faridpurপ্রায় ৬ বছর পর আগামি ৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলার ৯ টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে চলছে গনসংযোগ। সম্মেলনকে সফল করার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজম্মদলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় ইতিমধ্যেই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার পাশাপাশি সম্মেলনের কাজ সুষ্ঠু ও সুশৃক্ষলভাবে করার জন্য কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন উপ কমিটির মধ্যে রয়েছে অভ্যর্থনা উপ কমিটি, অর্থ উপ কমিটি, প্রচার ও প্রকাশনা উপ কমিটি, মঞ্চ ও সাজ সজ্জা উপ কমিটি, শৃঙ্খলা উপ কমিটি এবং আপ্যায়ন উপ কমিটি। প্রতিটি উপ কমিটি ৮ অক্টোবরের সম্মেলনকে সফল করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । উপ কমিটি গুলো পৃথকভাবে বসে তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন এক কথায় নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নগরকান্দায় একটা সাঁঝ সাঁঝ রব বিরাজ করছে। উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দৃষ্টি এখন ৮ তারিখের সম্মেলনের দিকে। কারণ এই সম্মেলনের মাধ্যমে নির্ধারিত হবে কারা আসছেন নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃত্বে । নগরকান্দার বিভিন্ন হাটে বাজারে চায়ের দোকানে সব জায়গায়ই আলোচিত হচ্ছে কারা আসছেন নগরকান্দা উপজেলা বিএনপির গুরুত্বপুর্ন পদ গুলোতে। শুরু হয়েছে বিভিন্ন পদ প্রত্যাশীদের দৌড় ঝাপ। ৮ অক্টোবরের সম্মেলনের মাধ্যমে নগরকান্দা উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার কথা থাকলেও এই মুহূর্তে সব চেয়ে বেশি আলোচিত হচ্ছে কারা আসছেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপুর্ন পদে। নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা গেছে সভাপতি পদে বর্তমান কমিটর সাধারণ সম্পাদক এ্যাড. লিয়াকত আলী খান বুলু, সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা শওকত আলী শরীফ এর নাম আলোচনার শীর্ষে রয়েছে। কারা আসছেন নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃত্বে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৮ অক্টোবর পর্যন্ত, কারণ ঐ দিনই ঘোষিত হবে নগরকান্দা উপজেলা বিএনপির নতুন কমিটি। তবে নগরকান্দা উপজেলার তৃনমুলের নেতা কর্মীদের প্রত্যাশা যাদেরকে দিয়ে নগরকান্দায় বিএনপি সুসংগঠিত হবে আগামীদিনের আন্দোলন সংগ্রামে যাঁরা মাঠে থাকবে তাদেরকেই যেন নগরকান্দা উপজেলা বিএনপির গুরুত্বপুর্ন পদে অধিষ্ঠিত করা হয়।