খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, নীলফামারী
সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় ডেরা বাবুর হিরোইন ও ইয়াবা ব্যবসা বন্ধ হচ্ছে না। সে এখন ওই এলাকার বড় ইয়াবা ব্যবসায়ী। এলাকার লোকজন জানায়, দায়িত্বে থাকা প্রশাসনের কর্তারা ম্যানেজ থাকায় ওই ডেরা বাবুকে কোনো সময়ের জন্য গ্রেপ্তার হয় না। শহরের চারপাশে পুলিশ ফাঁড়ি এবং তার উপর বেঙ্গল ও জিআরপি থানা কিন্তু তারপরেও মাদক প্রবেশ করছে শহরে। ডেরা বাবুর ব্যবসার কারণে বর্তমানে ওই এলাকার অনেক তরুণ যুব সমাজ ইয়াবা নেশায় আসক্ত হয়ে সুন্দর জীবন ধ্বংস করছে। ফলে অভিভাবক মহল পড়েছে দুশ্চিন্তায়। তাই ডেরা বাবুর ব্যবসা বন্ধে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।