Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, ঈশ্বরদী, পাবনা
kupiyeঈশ্বরদী উপজেলার বিমানবন্দর সড়কে গতকাল সোমবার সকালে ঈশ্বরদী ব্যাপ্টিস্ট গির্জার ফাদার লুৎ সরকার (৫২) এর বাসায় ঢুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনি পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল পাঠ করছিলেন।
বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, গতকাল সোমবার সকাল নয়টার দিকে তার বাড়ির ভাড়াটিয়া লুৎ সরকারের ড্রইংরুমে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লুৎ সরকারের স্ত্রী পদ্মা সরকার জানান, তার স্বামী খ্রিস্টান মিশনের গির্জার ফাদারের দায়িত্ব পালনের পাশাপাশি হোমিও চিকিৎসক হিসেবে বাসায় প্র্যাকটিস করতেন। প্রতিদিন সকালে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন। গতকাল সোমবার সকালে একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) করে তিন যুবক বাসায় এসে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে তাদের ড্রইংরুমে বসেন। তিনি পাশের ঘরে গেলে ওই তিন যুবক ভেতর থেকে দরজা বন্ধ করে তার স্বামীর গলায় ছুরিকাঘাত করেন। স্বামীর চিৎকার শুনে তাৎক্ষণিক তিনি অন্য দরজা দিয়ে ড্রইং রুমে গেলে ওই যুবকরা দৌঁড়ে পালিয়ে যান।
বাড়ির কেয়ারটেকার আজগর আলী জানান, ওই যুবকদের পেছনে ধাওয়া করে একজনকে জাপটে ধরেন তিনি। কিন্তু অন্য দু’জন অস্ত্র দেখিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যান।
স্থানীয়রা জানান সে সময় বাড়ির সামনে প্রচুর লোক জড়ো হলেও যুবকদের হাতে অস্ত্র থাকায় কেউ তাদের সামনে যাওয়ার সাহস করেননি। এই সুযোগে তিন যুবক পালিয়ে যায়।
চিকিৎসকেরা জানান, ব্যাপ্টিস্ট গির্জার ফাদার লুৎ সরকারকে আহত আবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার গলায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে (ঢাকা মেট্রো-ট ১১-৯০৫৪) নাম্বারের মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।