খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, শরণখোলা, বাগেরহাট
বেতন বৈষম্যের প্রতিবাদসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাগেরহাটের শরণখোলার ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। গতকাল সোমবার সকাল ১০টায় শরণখোলা প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তৃতা করেন বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’ এর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক জিয়াউল হাসান তালুকদার। বক্তারা, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে সরকারি বেতন কাঠামোর ৭ম গ্রেডের সমপরিমান বেতন নির্ধারণ, চাকরির নিশ্চয়তা প্রদান ও সরকার কর্তৃক নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন, সামঞ্জস্যপূর্ণ টিএডিএ ও সুবিধা প্রদান, ফারিয়াকে সরকারিভাবে স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ও সকল সরকারি ছটি প্রদানসহ পাঁচ দফা দাবি সরকারের কাছে তুলে ধরেন।