Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
13তুরস্কের আকাশ সীমায় দ্বিতীয়বারের মতো রুশ যুদ্ধবিমান ঢুকে পড়ার পর রুশ রাষ্ট্রদূতকে ফের তলব করেছে তুরস্ক সরকার। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রবিবার দ্বিতীয়বারের মতো রুশ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করে। খবর বিবিসির। এর আগে গত শনিবারও সিরিয়া সীমান্তের কাছে একটি রুশ যুদ্ধবিমান তুরস্কের সীমানায় ঢুকে পড়লে সেটিকে তাড়া করতে দেশটি ২টি যুদ্ধবিমান পাঠিয়েছিল। সিরিয়ার বিরোধীদল এবং সাধারণ মানুষের ওপর বিমান হামলা বন্ধের জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছে ন্যাটো। কিন্তু রাশিয়া বলছে, তারা শুধু ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও অন্যান্য বিরোধী ইসলামিস্ট সংগঠনকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। রাশিয়া বলছে, শনিবার কয়েক সেকেন্ডের জন্য তারা আকাশসীমা লঙ্ঘন করেছিল। তবে আনুষ্ঠানিকভাবে রবিবারের ঘটনার কোনো প্রতিউত্তর জানায়নি রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও তুরস্ক বলছে বিষয়টা সেরকম নয়। আসলে বাশার আল আসাদের বিরুদ্ধে যারা লড়ছে, রাশিয়া শুধু তাদেরই টার্গেট করছে। রাশিয়াকে আসাদ সরকারের দীর্ঘদিনের মিত্র হিসেবে মনে করে পশ্চিমা বিশ্ব।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন রাশিয়া তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে তুরস্ক তার জবাব যেভাবে দিয়েছে তা তার অধিকার। এর ফলে তুরস্ক রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলার মতো ঘটনা ঘটে যেতে পারে। আর সেই ধরনের বিষয় ঘটার সম্ভাবনাটাই এখানে উদ্বেগের। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলছেন, ন্যাটো সদস্য তুরস্কের নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন। রাশিয়ার আচরণ ওই অঞ্চলে শান্তি আনার জন্যে কাজ তো করছেই না উল্টো বরং ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়ার হামলার মুখে পরা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোও এখন রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দিচ্ছে।