খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদবের ছোট ছেলের বয়স ২৬ এবং বড় ছেলের বয়স ২৫! খবর এনডিটিভির। রাজ্যের বিধানসভা নির্বাচনে লালুর বড় ছেলে তেজ প্রতাপ নোমিনেশন পেপারে ২৫ বছর বয়স লিখেছেন। ভোটার লিস্টে তার বয়স ২৫ বছর দেখানো হয়েছে, তাই ২৫ বছর বয়স লিখেই নোমিনেশন পেপারে স্বাক্ষর করেছেন তেজ প্রতাপ। নির্বাচন কমিশন সূত্রে বলা হয়, টেকনিক্যাল ত্রুটির কারণে এ ভুল হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মাঝখানে সংশোধন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অজয় নায়েক। ওই ভুলের অর্থ হল তেজ প্রতাপ তার ছোট ভাইয়ের চেয়ে বয়সে ছোট।