খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
চলতি সফরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ পরাজয়ের পর প্রথম ওয়ানডেতেও লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। শুরু থেকেই অনেকটা ছন্দহীন ক্রিকেট দেখা যাচ্ছে সালমাদের মধ্যে। কিছুতেই যেন স্বরূপে ফিরতে পারছিলেন না বাংলাদেশের মেয়েরা। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতায় পড়েছে বাংলাদেশ। করাচির সাউথএন্ড ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে। ২১ রানে প্রথম উইকেট হারালেও বোঝা যায়নি এত খারাপ হবে ব্যাটিং। বিনা উইকেটে ২১ রান থেকে দ্রুত ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হচ্ছিল ধাক্কা কাটিয়ে উঠবে বাংলাদেশ। কিন্তু ধীরগতির ব্যাটিং ও নিয়মিত উইকেট হারানোয় বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করে মাত্র ১২৩ রান করতে পারে। ওপেনার আয়েশা দলের সর্বোচ্চ ৫৬ বলে ৩৯ রান করেছেন। এছাড়া আর দুই অংক ছুঁতে পেরেছেন কেবল নিগার সুলতানা (৩০) ও রিতু মনি (২৮)। বিপরীতে পাকিস্তানের আনাম আমিন ১০ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ক্রিকইনফো।