খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
কুকুর ছানা দেখতে না দেয়ায় আট বছরের মেয়েটিকে গুলি করে হত্যা করেছে ১১ বছরের ছেলেটি। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শনিবার সন্ধ্যায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছেলেটির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাবার শটগান নিয়ে ছেলেটি প্রতিবেশী ম্যাকাইলা ডায়ার নামের ওই বাচ্চা মেয়েটিকে ছেলেটি গুলি করে, কারণ সে তাকে তার কুকুর ছানাটি দেখতে দিতে চায়নি। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা প্রায়ই একত্রে খেলাখুলা করত এবং একই স্কুলেও পড়ত। চেসটিটি অরউড নামের একজন প্রতিবেশী জানিয়েছেন, তিনি কাছেই একটি বন্দুকের শব্দ শুনতে পাওয়ার পর দেখতে পান যে, ম্যাকাইলা গুলিবিদ্ধ হয়ে ঘাসের উপর পড়ে আছে। ছেলেটিকে ২৮ অক্টোবর আদালতে হাজির করা হবে। যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করে, ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ নামের একটি সংস্থা জানিয়েছে, এ বছরেই আমেরিকায় ১১ বছরের নীচে ৫৫৯টি শিশু অস্ত্র সহিংসতায় মারা গেছে বা আহত হয়েছে।