কামরুল হাসান, ঠাকুরগাঁও, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০১৫
জেলার রানীশংকৈলে অভিনব কৌশল চালিয়ে নিজেদের ধর্মীয় মূর্তি বসিয়ে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামে বাজারের মধ্যেকার ৩০ শতক জমি দীর্ঘদিন যাবৎ দলিল মুলে খাজনা খারিজ করে দোকান ঘর নির্মান করে ভোগ দখল করে আসছে। আর এই জমি নিয়ে ইলিয়াস গং ও শ্রী জোগেণ গং এর মধ্যে সাম্প্রতিক সময়ে ভয়ানক বিরোধ চলছিল। শ্রী জোগেনের দাবি সে পৈত্রিক মূলে জমির মালিক যা নিয়ে ইতিমধ্যে স্থানীয় ইউপি মেম্বার ইলিযাস আলী চেয়ারম্যান এনামুল হক একাধিকবার বিচার শালিস করেছেন। এই বিরোধ এক সময়ে থানা প্রযর্ন্ত গড়ায়।
সামাজিকভাবে সমাধানের লক্ষ্যে থানার উপ-পরিদর্শক (এসআই) রেজার তত্বাবধানে দুই পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়। কিন্তু ইলিয়াসগং থানার বিরুদ্ধে পক্ষতামূলক আচরণের অভিযোগ তুলে নির্ধারিত সময়ের মধ্যে থানায় হাজির হননি। পরে শ্রী জোগেন বাদী হয়ে জমি নিয়ে মারামারি আলোকে ইলিয়াস আলীসহ ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা হওয়ার পর একজন আসামী গ্রেফতার হয় ও পরে আদালতের মাধ্যমে জামিনও হয়। পরবর্তীতে মামলার ভয়ে বাকী আসামীগুলো গাঢাকা দেয়। এ সুযোগে ৫ অক্টোবর বিকালে বাজারে মধ্যে ইলিয়াস আলীর ছেলের কীটনাশক সারের দোকানের মালামাল সরিয়ে শ্রী জোগেনগংয়ের লোকজন তাদের ধর্মীয় মাটির মূর্তি নিয়ে দোকানের ভিতর প্রবেশের চেষ্টা করলে বাধা দিতে যায় ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের বউ ও ছোট ছেলে বাবুল। বাধা দেয়ায় বেধে যায় তুমুল বিরোধ।
এতে ২ পক্ষের মধ্যে হাতাহাতি হয়, বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। বর্তমানে ২ পক্ষের আহতরাই হাসপাতালে চিকিৎসাধীন।