খোলা বাজার২৪, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি।
আজ মঙ্গলবার রিভিউয়ের বিষয়ে কথা বলতে কাশিমপুর কারাগারে যাওয়ার আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এ কথা জানান।
তিনি বলেন, রিভিউ আবেদন বিষয়ে ইতোমধ্যেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে গত ১ অক্টোবর পৌঁছে দেয়া হয়। এর আগে ওইদিনই তার মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।