খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
জেলার হরিপুর থেকে নাশকতার আশঙ্কায় উপজেলা জামায়াতের আমির বরকত উল্লাহসহ (৫০) ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক কর্মীরা হলেন, কালাম (৪৮), সালাউদ্দীন ওরফে দামু মুন্সি (৫০) ও আবু তালেব (৫৫)। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান জানান, নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটাতে পারে এমন অভিযোগে তাদের আটক করা হয়েছে।