Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
33৯ বছরের অসহায় শিশুকে গুলি করে হত্যার চেষ্টায় মঞ্জুরুল ইসলাম লিটন এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে তাকে গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবারও জেলায় বিভিন্ন সংগঠন আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে এমপি লিটনের সংসদ সদস্য পদ বাতিল, অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে স্থানীয় পৌর শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এছাড়া শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ডিবি রোডে একই দাবিতে জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার আইনজীবী পরিষদ যৌথভাবে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা প্রমুখ। বক্তারা সংসদ সদস্য পদ বাতিলসহ এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মাদকাসক্ত কোন ব্যক্তির পক্ষে সংসদে বসে আইন প্রণেতার দায়িত্ব পালন করা কোনক্রমেই সমীচীন নয়। এ বিষয়ে থানার ওসি ইসরাইল হোসেন জানান, এমপিকে গ্রেফতারের ব্যাপারে চেষ্টা চলছে। তবে এলাকায় তাকে পাওয়া যাচ্ছে না। এদিকে এমপি লিটনকে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে ৩টি কলেজের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কলেজগুলো হচ্ছে- ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ ও সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা মহাবিদ্যালয়। এছাড়াও এমপির গ্রেফতার ও বিচারের দাবিতে সুন্দরগঞ্জ পৌর নাগরিক সংগ্রাম পরিষদ, স্থানীয় আওয়ামী লীগের একাংশ ও জনতা গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে। শহরের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। এসময় বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, পৌর নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ প্রমুখ। উল্লেখ্য, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে গত শুক্রবার ভোরে সৌরভ মিয়া (৯) নামে ওই শিশু আহত হয়। সে বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।